কাতারে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ইউসুফ পাটোয়ারী লিংকন কাতার:বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কাতার শাখার উদ্যোগে বিএনপি’র ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষীকি উদযাপন করা হয়েছে স্থানীয় সালিমার ইস্তাম্বুল রেস্টুরেন্ট হল রুমে।
রেজোয়ান বিশ্বাস নিলয়, মিরাজ রহমান ও আব্দুল আজিজের যৌথ সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন আব্দুল রব তালুকদার।
প্রধান অতিথি হিসেবে আসন অলংকিত করেন মোঃ শহিদুল হক, প্রধান বক্তা ছিলেন দীলিপ কুমার ছোটন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন উদযাপন কমিটির আহবায়ক এস,এম মনছুর উল্লাহ রাশেদ।
বক্তব্য রাখেন মীর জামিল, নুরুজ্জামান, আবু তাহের মিয়াজি, মোকাররম আলী চৌধুরী শাহাদ, জশিম উদ্দিন লস্কর, দিদারুল আলম আরজু, মেসবাহ উদ্দিন রনি, আব্দুল হালিম, নিজাম উদ্দিন, এখলাছুর রহমান, আবু রাহের গাজী, জশিম উদ্দিন, কামাল হোসেন প্রমুখ।
বক্তারা বর্তমান অবৈধ সরকারের পদত্যাগ দাবী করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ সাধারণ নির্বাচন দাবী করেন।
১২:০১ মিনিটে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষীকি উদযাপন করা হয়, পরিশেষে নৈশভোজের মাধ্যমে অউষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।