ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ১১:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

শাহরাস্তি উপজেলা আওয়ামীলীগের হরতাল অবরোধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, November 6, 2023 - 1:44 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 58 বার

ইউসুফ পাটোয়ারী লিংকন :শাহরাস্তিতে বিএনপি-জামাতের অবৈধ হরতাল, অবরোধ, অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশ এবং বাইক শোভা যাএা ও এক রেলি অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের দোয়াভাঙা এলাকায় আলামিন শপিং কমপ্লেক্স চত্বরে এটি অনুষ্ঠিত হয় ।
উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক সফিউল আজম স্বপনের সঞ্চালনায় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. কামরুজ্জামান মিন্টুর সভাপতিত্বে এতে টেলি কনফারেন্স প্রধান অতিথির আসন অলংকৃত করে বক্তব্য দেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।

তিনি তার বক্তব্য বলেন, চলমান সরকার বিরোধী বিএনপি জামায়াত শিবিরের আন্দোলন সংগ্রামের বিষয়ে সকল কর্মী সমর্থকদেরকে সর্তক থাকার আহবান জানান।
এ ছাড়া তিনি আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নির্বাচিত করার আহবান জানান।

পরিশেষে তিনি সকল নেতা কর্মীদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন।
এতে সভাপতির ভাষনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. কামরুজ্জামান মিন্টু বলেন, শান্তির জনপদ শাহরাস্তিতে কোন বিশৃঙ্খলতা জ্বালাও পোড়াও হরতাল অবরোধ ও জনগণের জানমালের কোন ক্ষতি করতে দেয়া হবেনা।

গত ১৫ বৎসরে বিএনপি জামায়াতের একজনকে ও অন্যায়ভাবে গ্রেফতার বা হয়রানি করা হয়নি। রাজপথে বেশি চুলকানি দেখাবেনা, চুলকানির মলম আমাদের কাছে আছে। রাজনীতিতে বিরোধ থাকতে পারে, বঙ্গবন্ধু শেখ হাসিনা ও নৌকার পক্ষে আমরা এক ও অভিন্ন।

এতে আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, চৌধুরী মোস্তফা কামাল, বিল্লাল হোসেন তুষার, উপজেলা আওয়ামী লীগের সহ- সম্পাদক শাহাদাৎ হোসেন সাধু, টামটা দক্ষিন ইউপির চেয়ারম্যান জহিরুল আলম মানিক, চিতোষী পূর্ব ইউপির আলীগের সভাপতি মনিরুজ্জামান আনসারী ,সাবেক উপজেলা

আওয়ামী কৃষকলীগের সভাপতি মকবুল আহমেদ চৌধুরী, মেহের উত্তর ইউপির সভাপতি আব্দুর রশিদ পাটওয়ারী, সূচীপাড়া উত্তর ইউপির সাধারন সম্পাদক কবির হোসেন, মেহের দক্ষিন ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো কামরুল হাসান, টামটা দক্ষিন ইউপির সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাবেক উপজেলা আওয়ামী লীগের নেতা মো. জাকির হোসেন, টামটা উওর ইউপির আলীগের চেয়ারম্যান প্রার্থী আলমগীর কবির পলাশ, উপজেলা আওয়ামী লীগের সাবেক উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. হুমায়ুন কবির হিরু,সাবেক ছাত্রলীগ নেতা ফরিদ

আহমদ,সাবেক উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মনিরুজামান শান্ত,সাবেক ছাএলীগের সহ-সভাপতি এফ কাদের বাবু,সাবেক ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রকি,জেলা ছাত্রলীগের সহ- সভাপতি ইস্কান্দার মির্জা সুমন,ছাত্রলীগ সাবেক যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রকি,সাবেক পৌর ছাত্রলীগ নেতা আলমগীর হায়দার, ছাত্রলীগ নেতা সোহরাব হোসেন সৌরভ, আবু সায়িদ,আওয়ামী লীগ নেতা মহসিন পাটওয়ারী, সাইফুল ইসলাম হিরু, তাতী লীগের সাবেক আহবায়ক ইব্রাহিম খলিল,

মিজানুর পাটওয়ারী বিএসসি, কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক রেদোয়ান হোসেন প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে কোরান তেলওয়াত করেন হাফেজ মো. তুহিন।

এ সময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, আ”লীগনেতা খিজির হায়দার,মুক্তিযোদ্বা কাজী হুমায়ুন কবির, আমির হোসেন, কাজী নজরুল ইসলাম, ইউপির আলীগের সভাপতি নিমাই চন্দ্র পাল, চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, প্রমূখ।