ঢাকা | জানুয়ারী ১১, ২০২৫ - ৯:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ঝালকাঠিতে ৫০ শয্যাবিশিষ্ট মোর্শেদ মেকিকেল সেন্টারের উদ্ভোধন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, November 7, 2023 - 9:41 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 54 বার

কঞ্জন কান্তি চক্রবর্তী,ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ ঝালকাঠি শহরে বেসরকারি উদ্যোগে ৫০ শয্যাবিশিষ্ট আধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ হাসপাতালের আনুষ্ঠানিক উদ্ভোধন হয়েছে।

বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোর্শেদ আলম খান ঝালকাঠি-খুলনা আঞ্চলিক সড়ক পার্শ্বে পশ্চিম চাঁদকাঠি এলাকায় মোর্শেদ মেডিকেল সেন্টারের উদ্ভোধন করেছেন। আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু এমপি মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিক উদ্ভোধন করেছেন। এই হাসপাতালে সকল ধরণের সুযোগ- সুবিধা ও ১২টি কেবিন রাখা হয়েছে।

প্রাথমিকভাবে ২৫ কোটি টাকার বিনিয়োগ করে এর নির্মাণ করা হয়েছে এবং ভবিষ্যৎ এর চাহিদা বৃদ্ধি পেলে আরও অর্থ বিনিয়োগ করে এর সম্প্রসারণ করা হবে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক আলহাজ্ব মোর্শেদ আলম খান। উদ্ভোধনী অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগের শীর্ষ নেতাসহ অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।