ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৬:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ফুলবাড়ীতে ধান-চাল সংগ্রহ উদ্বোধন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, November 23, 2023 - 8:30 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 93 বার

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ীতে সরকারি খাদ্য গুদামে আমন ধান ও চাল সংগ্রহ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় ফুলবাড়ী এলএসডি গোডাউনে পৌর এলাকার তেঁতুলিয়া গ্রামের কৃষক হারুন উর রশীদ এর কাছ থেকে এক টন ধান ক্রয় করে এ কর্মসূচি উদ্বোধন করা হয়।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিস সূত্রে জানা গেছে, আমন মৌসুমে এ উপজেলায় সরাসরি কৃষকের কাছ থেকে ৩০ টাকা কেজি দরে, ২ হাজার ৬৬১ টন ধান ও মিল মালিকদের কাছ থেকে ৪৪ টাকা কেজি দরে, ৬৭৫ টন চাল ক্রয় করা হবে।
আমন ধান ও চাল সংগ্রহ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, আমিন ট্রেডার্স এর স্বত্তাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী রুহুল আমিন, বঙ্গ মিলার্স এর জেনারেল ম্যানেজার জাকারিয়া হোসেন।

এসময় উপস্তিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মঈন উদ্দিন, চাউল কল মালিক সমিতির সভাপতি সামসুল হক মন্ডল প্রমুখ।