চট্টগ্রামের পটিয়ায় বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী কর্তৃক মহানামযজ্ঞ মহোৎসব পরিদর্শন
সংবাদদাতা, দোলন জলদাশ: বুধবার (২৯ নভেম্বর ২০২৩) রাত ৯টায় পটিয়া উপজেলার কুরাংগিরি খরনা গ্রামে শ্রীশ্রী গৌরগোবিন্দ সেবাশ্রমে দামোদর মাস সমাপন উপলক্ষে আয়োজিত ২৪তম অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ উৎসব পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত ঢোল বাদক লোকশিল্পী বিনয়বাঁশী জলদাসের স্মরণে প্রতিষ্ঠিত লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র নেতৃবৃন্দ।
এ সময় শুভেচ্ছা ও মতবিনিময়কালে মহোৎসব উদযাপন পরিষদের সভাপতি রঞ্জিত দাস ও সাধারণ সম্পাদক হরিদাস এবং উপস্থিত নেতৃবৃন্দ বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক কবি ও সংগঠক শিল্পী বিপ্লব জলদাসকে ফুলদিয়ে শুভেচ্ছা জানান। এসময় বিপ্লব জলদাস বলেন – ধর্মীয় শিক্ষা ব্যতীত কেহ নীতি-নৈতিকতায় সমৃদ্ধ হতে পারে না। ধর্মীয় উৎসব ও অনুষ্ঠানের মাধ্যমে পুণ্য অর্জন হয়। পুণ্য দ্বারা সংসার জীবনে সুখ আসে।
এসময় উপস্থিত ছিলেন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাংস্কৃতিক সম্পাদক সংগীত শিল্পী বিধান দাস,
নারায়ন দাস, উত্তম দাস, অধীর দাস, শ্যামল দাস, সাধন দাস, বিষ্ণু দাস, ঝিনুক দাস প্রমূখ।