মির্জাপুরে পৌর বিএনপির সভাপতি পরিবর্তন, দায়িত্ব পেলেন কাউন্সিলর
মোঃ রুবেল মিয়া, স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইল মির্জাপুরে বিএনপির অন্যতম নেতা হযরত আলী মিঞা। তিনি দীর্ঘদিন যাবত বিএনপির যে কোন আন্দোলন ও মিটিং মিছিলে তার ভূমিকা ছিল অতুলনীয়। বর্তমানে তিনি পৌর বিএনপির সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন।
এখন তার পরিবর্তে বিএনপির সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকীর ছোট ভাই এবং টানা চারবারের ৩ নং ওয়ার্ড কাউন্সিলর আলী আজম সিদ্দিকীকে পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।
বুধবার (৬ ডিসেম্বর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মো.তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ঘোষিত চলমান আন্দোলন কর্মসূচীতে কোন ধরনের ভূমিকা না থাকায় মির্জাপুর পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞার পরিবর্তে পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলী আজম সিদ্দিকীকে পরবর্তী নিদের্শ না দেওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।
এ ব্যাপারে পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেয়ে আলী আজম সিদ্দিকী সাংবাদিকদের বলেন, তিনি দলীয় নেতাকর্মীর সহযোগীতা চান, স্বৈরাচার বিরোধী আন্দোলনের মাধ্যমে দেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত করার আহবান জানান।