সুনামগঞ্জে পৌর ছাত্রদলের নেতৃত্বে রাস্তায় বিক্ষোভ মিছিল
মুরাদ মিয়া,সুনামগঞ্জ:বর্তমান সরকারের পদত্যাগ এবং র্নিদলীয় নিরপেক্ষ তত্বাবধায় সরকারের অধীনে সবার অংশগ্রহনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দাবীতে বিএনপি জামায়াতের ডাকা ৩৬ ঘন্টার অবরোধ কর্মসূচীর দ্বিতীয় দিনে অবরোধের সমর্থনে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০ টায় সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন মিলন ও সাধারন সম্পাদক এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের নির্দেশে সুনামগঞ্জ পৌর ছাত্রদলের সদস্য সচিব মোঃ মুমিনূর রহমান পীর শান্তর নেতৃত্বে সুনামগঞ্জ শহরের কয়েকটি রাস্তায় আইন শৃংখলা বাহিনীর চোখ ফাকিঁ দিয়ে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেন ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলে এসময় উপস্থিত ছিলেন পৌর ছাত্রদল ও ওয়ার্ড ছাত্রদলের নেতৃবৃন্দরা।
সুনামগঞ্জ পৌর ছাত্রদলের সদস্য সচিব মোঃ মুমিনূর রহমান পীর শান্ত বলেন,এই ফ্যাসিস্ট অবৈধ সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ১ দফা দাবীতে এবং বিএনপির চেয়ারপার্সন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবী জানান। অন্যতায় এই অবৈধ তপশীল বাতিল না হওয়া পর্যন্ত নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে আন্দোলন চালিয়ে যাওয়ার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন তিনি। ##