অসহায়দের মাঝে ব্র্যাকের শীতবস্ত্র বিতরন
স্টাফ রিপোর্টার:ধেয়ে আসা শীতের তীব্র ছোবল প্রতি বছরই বাংলাদেশের উত্তরের জেলা গুলোয় দারিদ্র্যপীরিত মানুষের জীবনে নিয়ে আসে নির্মম কষ্ট।এরই ধারাবাহিকতায় ঠাকুরগাঁও জেলার ফাড়াবাড়ী শাখায় ব্র্যাক আল্ট্রা-পুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রাম ২০২৩ কোহর্টের অধীনে খড়িবাড়ী গ্রাম সামাজিক শক্তি কমিটির মাধ্যমে ৬০ জন অতিদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়। উক্ত শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাগাঁও ইউপি চেয়ারম্যান মোঃখাদেমুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খড়িবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাবিরুল ইসলাম,GJD কর্মসূচির আঞ্চলিক ব্যবস্হাপক মোঃ সোহাগ আলি,দাবি কর্মসূচির শাখা ব্যবস্হাপক মোঃ জয়নাল আবেদিন, আলট্রা-পুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রাম এর শাখা ব্যবস্হাপক মোঃ আব্দুল লতিফ, খড়িবাড়ী গ্রাম সামাজিক শক্তি কমিটির সভাপতি আলহাজ্ব দুলাল মিয়া ও অন্যান্য সদস্য বৃন্দ। মোঃ নাসরুল্লাহ,গোলাম মোস্তফা, আজিজুর রহমান, সানজিদা প্রমুখ।