বিলাইছড়ি থানার অভিযানে গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার।
অর্ণব মল্লিক, বিশেষ প্রতিনিধি:- রাঙামাটির বিলাইছড়ি থানার অভিযানে ২টি সিআর সাজার গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী মনা বাবুকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে বিলাইছড়ি ইউপিস্থ দীঘলছড়ি এলাকা থেকে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। আসামী মনা বিলাইছড়ির তত্তানলা উত্তর পাড়ার আজিজের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে বিলাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আকতার হোসেন জানান, বিলাইছড়ি থানার একটি চৌকস গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এছাড়া গ্রেফতার কৃত আসামীর বিরুদ্ধে বিলাইছড়ি থানায় দুইটি সাজা পরোয়ানা রয়েছে। দীর্ঘদিন পলাতক থাকার পর আজ তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।