ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ৮:৪৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

শাহরাস্তিতে নৌকার প্রার্থী মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীরউত্তম এর প্রচারণা শুরু

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, December 20, 2023 - 2:38 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 78 বার

ইউসুফ পাটোয়ারী লিংকন: টানা পঞ্চম বারের মত বিজয় নিশ্চিত করতে চাঁদপুর ০৫ শাহরাস্তিতে নির্বাচনী প্রচারণা শুরু করেছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীরউত্তম।

বুধবার (২০,ডিসেম্বর) সকালে প্রথমে মনিপুর থেকে নেতাকর্মীদের সাথে নিয়ে তাঁর নির্বাচনী প্রচারণা শুরু করেন তিনি। সকাল ৮:০০ টা থেকে মনিপুর, তাঁর পর একে একে চিতোশী বাজার, পাঞ্চাইল, কাদরা, বড়তুলা, খেড়িহর, উঘারিয়া, নুনিয়া, দৈয়ারা, এবং রাত ৭:০০ টায় পাথৈর পর্যন্ত মোট ১০টি পথসভায় যোগ দিয়ে আওয়ামী লীগ সরকারের বাস্তবায়িত দৃশ্যমান বিভিন্ন প্রকল্প ও উন্নয়নের কথা তুলে ধরে বক্তব্য রাখেন নৌকা প্রার্থী মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীরউত্তম।

সর্বশেষ পাথৈর গ্রামের বিপুল সংখ্যক নেতাকর্মীদের উপস্থিততে বক্তব্য রাখেন নৌকার প্রার্থী মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীরউত্তম। প্রবীন আওয়ামীলীগ নেতা কাদের মেম্বারের সভাপতিত্বে ও যুবলীগ নেতা কাজলের পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইচ চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইমরান, শাহরাস্তি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেড,এম আনোয়ার, পৌর আওয়ামীলীগ নেতা আব্দুল্লাহ আল মামুনসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীরা।

পথ সভায় মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীরউত্তম বলেন, নৌকা স্বাধীনতার প্রতিক। নৌকায় ভোট দিলে উন্নয়ন হয়। মানুষ শান্তিতে ও সহ অবস্থান নিশ্চিত হয়। তিনি বলেন, শাহরাস্তির প্রতিটি মানুষকে আমার পরিবারের সদস্য মনে করি। আমি সকল মানুষের জন্য ২৭ বছর কাজ করেছি আপনারা আমাকে একদিন সময় নিয়ে ৭ জানুয়ারি নৌকা মার্কায় ভোট দিবেন।

স্থানীয় বাসিন্দারা ডাক-ঢোল বাজিয়ে নৌকার প্রার্থী মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীরউত্তম ও পথসভা অংশগ্রহণকারিদের বরণ করে নেন। শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের মার্কা নৌকা নৌকা আর বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে পথসভা।