ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ১০:১২ অপরাহ্ন

তানোরে নির্বাচনী জনসভায়: ফারুক চৌধুরী

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, December 20, 2023 - 2:24 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 59 বার

সোহানুল হক পারভেজ রাজশাহী : রাজশাহীর তানোরে আ’ লীগ দলীয় নৌকার প্রার্থী বর্তমান সাংসদ আলহাজ ফারুক চৌধুরী বরেছেন, বর্তমান সরকার উন্নয়ন মুখী সরকার। দেশের ও দেশের মানুষের উন্নয়নের জন্য নৌকা প্রতিকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। তানোরে পৃথক পৃথক দুটি নির্বাচনী জনসভা প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, গত ১৫ বছর দালাল মুক্ত রেৎে তানোর গোদাগাড়ীতে প্রতিটি সেক্টরেই ব্যাপক উন্নয়ন করা হয়েছে। দেশের ও দেশের মানুষের উন্নয়নের জন্য নৌকা প্রতিকে ভোট দেয়ার জন্য সকলের প্রতি উদার্থ আহবান জানান তিনি।

বুধবার দুপুরে তানোর পৌর আ’ লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে গোল্লাপাড়া বাজার ফুটবল মাঠে অনুষ্ঠিত সভায় এবং বিকেলে কামারগাঁ ইউনিয়ন আ’ লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে পারিশো দুর্গাপুর উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।

উপজেলা আ’ লীগ সভাপতি মাঈনুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার, আ’ লীগ নেতা দিপায়ন সরকার দীপ, পৌর আ’ লীগ সাধারন সম্পাদক আবুল বাসার সুজন, কামারগাঁ ইউপি চেয়ারম্যান ফজলে রাব্বি ফরহাদ, কামারগাঁ ইউপি উত্তর শাখা আ’ লীগ সভাপতি আলাউদ্দিন মেম্বার প্রমুখ।

এসময় আ’ লীগ যুবলীগ, মহিলা লীগ সেচ্ছা সেবক লীগসহ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মি সমর্থক ও সাধারন জনতার উপচে পড়া ভীড় ছিলো।