ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ১২:৪৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাঙ্গুনিয়ায় ইসলামিক ফ্রন্ট প্রার্থীর প্রচারণা শুরু

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, December 20, 2023 - 2:54 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 64 বার

রাঙ্গুনিয়া প্রতিনিধি:চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া,বোয়ালখালি আংশিক) আসনে নির্বাচনে অংশ নিতে ক্ষমতাসীন আ.লীগের পর এবার ইসলামী দল প্রচারণায় মাঠে নেমেছে। বুধবার (২০ ডিসেম্বর) বিকেলে রাহাতিয়া দরবার শরীফ জিয়ারত করে প্রচারণা শুরু করেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের (চেয়ার) প্রার্থী আহমেদ রেজা। তিনি মরিয়মনগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় দলের নেতা-কর্মী নিয়ে প্রচারপত্র বিলি করেন ও বিভিন্ন পথসভায় বক্তব্য দেন। সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম উত্তরজেলার সভাপতি অধ্যক্ষ ছৈয়্যদ মুহাম্মদ জসিম উদ্দিন তৈয়্যবী।

প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক অধ্যক্ষ মুহাম্মদ জয়নাল আবেদীন জিহাদী। সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া উপজেলার সভাপতি অধ্যাপক একে এম ছাইফুদ্দিন মামুন। বিশেষ অতিথি ছিলেন প্রচার সম্পাদক মাওলানা মুহাম্মদ ওসমান গনি। নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সচিব আহসানুল আলম, সদস্য মো. আলমগীর, মো. ইয়াছিন, মো. সাইফুল, মো. নোমান. মো. ইমন, মো. খোকন প্রমুখ।