ফসলের মাঠে ঘোড়া দৌড় প্রতিযোগিতা,উৎসুক জনতার ভীড়
মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:গ্রামের একটি ফসলের মাঠে সামিয়ানা টানিয়ে বানানো হয়েছে অতিথিদের বসার স্টেজ। তার সামনে মাঠের চারিপাশে দড়ি দিয়ে গোল চত্বর চিহিৃত করা,তার চার পাশ দিয়ে ঘুরছে ঘোড়ার দল। এর পাশে কেউ দাড়ীয়ে,আবার কেউবা মাটিতে বসে উৎস মুখর পরিবেশে উপভোগ করছেন ঘোড়া দৌড় । এ উপলক্ষে মাঠের এক পাশে নানা রকম খাবারের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। যেন মেলা বসেছে সেখানে।
মঙ্গলবার (৯ জানুয়ারী) এমন চিত্র দেখা মেলে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে।সেখানে এলাকাবাসীর উদ্যোগে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত এ খেলা চলে।
এসময় আশপাশের পাশের গ্রামসহ বিভিন্ন এলাকার হাজার হাজার নারী-পুরুষ ও উৎসুক শিশুরা প্রতিযোগিতাস্থলে উপস্থিত হন।
ঘোড়া দৌর প্রতিযোগীতায় ফুলবাড়ী উপজেলাসহ উত্তারাঞ্চলের বিভিন্ন জেলা-উপজেলা থেকে তিনটি গ্রপে ২০ জন খেলোয়াড় তাদের নিজ নিজ ঘোড়া নিয়ে ঘোড়া দৌর প্রতিযোগীতায় অংশগ্রহণ করেন।
পার্শবর্তি পার্বতিপুর উপজেলার সালন্দার গ্রাম থেকে খেলা দেখতে আসা ৭০ বছর বয়সী আব্দুস সাত্তার জানান,লোক মুখে শুনে খেলা দেখতে এসেছি। আগে এই খেলা বাপ দাদাদের সাথে দেখেছি। এটি আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য। দিন দিন এসব হারিয়ে যেতে বসেছে।
এর আগে শুরুতেই প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতা উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
এতে উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল, বিশিষ্ট ব্যবসায়ী রাজু কুমার গুপ্ত, বিশিষ্ট ব্যবসায়ী রাজু কুমার রহুল আমিন প্রমুখ।