বাঘায় ব্র্যাকের উদ্যোগে বাল্যবিয়ে প্রতিরোধে স্বপসারথি কিশোরীদের মাঝে আর্থিক শিক্ষা সহায়তা
সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী:ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আয়োজনে রাজশাহীর বাঘা উপজেলায় বাল্যবিয়ে প্রতিরোধে স্বপ্নসারথি কিশোরীর মাঝে আর্থিক শিক্ষা সহায়তা প্রদান কার্যক্রম শুরু করা হয়েছে।
বাঘা উপজেলাধীন মহদিপুর, পাকুড়িয়া, কলিগ্রাম ও বেলগাছি এই ৪ টি গ্রামের পাইলটিং ভিত্তিক নির্বাচিত স্বপ্নসারথি দলের ১৬ এবং ১৭ বছর বয়সী ঝুকিপূর্ন কিশোরীদের বাল্যবিয়ে মুক্ত শিক্ষা জীবন গড়া এবং কাঙ্ক্ষিত স্বপ্ন পূরনের লক্ষ্যে পর্যায়ক্রমে মাস ভিত্তিক ৬০০ ( ছয়শত টাকা) হারে শিক্ষা সহায়তা ইতিমধ্যে প্রদান করা হয়েছে।
এই শিক্ষা সহায়তা পেতে অবশ্যই স্বপ্নসারথি সদস্য কে অবিবাহিত থাকতে হবে। নিয়মিত পড়াশোনা চালিয়ে যেতে হবে। শিক্ষা সহায়তার ৫০ শতাংশ নগদ ক্যাশের মাধ্যমে এবং বাকি ৫০ শতাংশ আর্থিক সহায়তা কিশোরীর ১৮ বছর পূর্ণ হওয়ার পর এককালীন উত্তোলন করতে পারবেন। তবে কোন কিশোরী ১৮ বছরের আগেই বিয়ে হয়ে গেলে জমানো ৫০ শতাংশ টাকা উত্তোলন করতে পারবেন না। প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে ১৮ বছর পূর্ণ হওয়া পযন্ত এই শিক্ষা সহায়তা কার্যক্রম চলমান থাকবে।
উল্লেখ্য ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা (সেলপ) কর্মসূচি বাল্যবিয়ে প্রতিরোধে সারা বাংলাদেশের ৩১ টি জেলায় স্বপ্নসারথি দলের কিশোরী সদস্যদের নিয়ে সচেতনতা বৃদ্ধিতে জীবন দক্ষতা উন্নয়ন সেশন পরিচালনা সহ বিভিন্ন ইভেন্ট বাস্তবায়নের পাশাপাশি রাজশাহী সহ মোট পাঁচটি জেলায় বাল্যবিয়ে প্রতিরোধে পাইলটিং ভিত্তিক আর্থিক শিক্ষা সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করছে।
এ বিষয়ে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির রাজশাহী বিভাগীয় জোনাল ম্যানেজার( সেলপ) মোসাঃ সুফিয়া বেগম বলেন” বাল্যবিয়ে প্রতিরোধে এই শিক্ষা সহায়তা কার্যক্রম স্বপ্নসারথি কিশোরীদের মাঝে বাল্যবিয়ে মুক্ত জীবন গঠনের ক্ষেত্রে আত্নবিশ্বাসী মনোভাব সৃষ্টি করবে। একইসাথে কিশোরীদের আত্মনির্ভরশীল ও বাধাহীন স্বপ্ন পূরনে নব দিগন্তের সূচনা ঘটাবে”।