অসহায় ও দুস্থ তিন শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ
মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায়, জেঁকে বসেছে দেশের উত্তরের শীত। গত কয়েকদিন ধরে তিব্র কুয়াশার আর কন কনে ঠান্ডা বাতাসের কারণে বিপর্যস্ত জনজীবন,মিলছেনা সূর্যের দেখা।
কনকনে শীতে কাবু হয়ে পড়েছে সিমান্ত ঘেষা উত্তরের জেলা দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার সাধারণ মানুষ।
বিশেষ করে বৃদ্ধরা পড়েছে বিপাকে। এসব মানুষের দুর্দশা দেখে তাদের পাশে দাড়ীয়ে শীতবস্ত্র বিতরণ করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মাহাবুব আলম হিরা।
সোমবার সন্ধায় ফুুলবাড়ী পৌর শহরের কাটাবাড়ি গ্রামে তার নিজ বাড়ী থেকে দুই শত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে এই শীত বস্ত্র বিতরণ করেন তিনি।
এছাড়াও নীলফামারী জেলার জলঢাকা উপজেলার
গোলমুন্ডা ইউনিয়নের হলদীবাড়ী গ্রামের একশত অসহায় দুস্থ পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন।
এসময় বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক উম্মে সালমা বর্ষা, ডা: মাহাফুজ আলম, জেলা প্রেসক্লাবের সদস্য মাসউদ রানা, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মাহাবুব আলম হিরা বলেন, হঠাৎ করে কয়েক দিন ধরে উত্তরের হিমেল হাওয়া বাড়িয়ে দিয়েছে শীতের তিব্র মাত্রা। এতে শীতে কাবু হয়ে পড়েছে খেটে খাওয়া সাধারণ মানুষ। তাদের দুর্দশার কথা ভেবেই আমার এই সামন্য উপহার।
তিনি এলাকার সকল বিত্তবান ও দানশীল ব্যক্তিদের নিজ নিজ অবস্থান থেকে এখনি অসহায় দুস্থদের পাশে দাড়ানোর আহব্বান জানিয়েছেন।