ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ২:০৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ধামইরহাটে মা সমাবেশ অনুষ্ঠিত 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, January 18, 2024 - 6:46 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 47 বার
মাসুদ সরকার, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটের অমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ওয়াল্ড ভিশন ধামইরহাট এপি’র সহযোগিতায় বুধবার (১৭ জানুয়ারী) সকাল ১১ টায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. মকবুল হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরিকুল ইসলাম। শিক্ষার মান উন্নয়ন, বাল্য বিবাহ ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে উক্ত সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. আসমা খাতুন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার মো. রবিউল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মিজানুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান সরদার, ওয়াল্ড ভিশন প্রোগ্রাম কর্মকর্তা নাথন চৌকিদার প্রমুখ। বিদ্যালয়ে চলাচলের কর্দমাক্ত রাস্তার সংস্কার চেয়ে অভিভাবক সদস্যদের পক্ষে বক্তব্য রাখেন, ফাইমা খাতুন ও রবিউল ইসলাম। সরকারি বরাদ্দ সাপেক্ষে সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন।