মুসলিম লীগ সভাপতি বদরুদ্দোজা সুজা গুরুতর অসুস্থ, সকলের কাছে দোয়া প্রার্থনা
ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি, সাবেক এম.পি এ্যাড. বদরুদ্দোজা আহমেদ সুজা গুরুতর অসুস্থ অবস্থায় সিলেট উইমেন্স ম্যাডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পর্যবেক্ষনে আছেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী জনাব সুজা সুনামগঞ্জ-১ আসন থেকে ১৯৮৮সনে এম.পি নির্বাচিত হয়েছিলেন। তার বাবা আবদুল খালেক মুসলিম লীগের মনোনীত সদস্য হিসাবে একাধিক বার পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য ও পার্লামেন্ট সেক্রেটারীর দায়িত্ব পালন করেন। জনাব সুজার সুস্থতার জন্য বাংলাদেশ মুসলিম লীগের নির্বাহী সভাপতি আব্দুল আজিজ হাওলাদার ও মহাসচিব কাজী আবুল খায়ের দলীয় নেতা-কর্মীসহ সকলের কাছে দোয়া কামনা করেছেন।