ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ৯:০৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

খসরুল আলম ফুলের মালা দিয়ে বরণ করলেন,এমপি রনজিত সরকার কে

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, January 20, 2024 - 4:43 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 48 বার

সুনামগঞ্জ প্রতিনিধি:তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের ৯নং ওয়ার্ড গোলাবাড়ি গ্রামের কৃতিসন্তান ও দেশের দ্বিতীয় সাইট রামসার টাংগুয়া হাওর বিলাসের মালিক মোঃ খসরুল আলম।

জানাযায় ১৮ই জানুয়ারি বৃহস্পতিবার সন্ধা সময় তার নিজ বাড়ি টাংগুয়া হাওর বিলাসে সুনামগঞ্জ ১- আসনের নবনির্বাচিত এমপি এডভোকেট রনজিত সরকার কে প্রথমে ফুলের মালা দিয়ে বরণ করেন,এরপর তার নিজ হাতে প্রিয় শ্রদ্ধেয় ভাজন এডভোকেট রনজিত সরকার এমপি কে মিষ্টি মুখ করান।

টাংগুয়া হাওর বিলাস মালিক মোঃ খসরুল আলম বলেন,আমি ধন্য কারণ আমি সামান্য একজন আওয়ামীলীগ কর্মী।নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য এডভোকেট রনজিত সরকার দাদা আমার বাড়িতে আমাকে খুজে এসেছেন এতে আমি অনেক খুশি।

পরিশেষে আমি সুনামগঞ্জ ১- আসনের নবনির্বাচিত এমপি এডভোকেট রনজিত সরকার দাদার সফলতা কামনা করছি।

এসময় উপস্থিতি ছিলেন,শ্রীপুর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান,মোঃ আলী হায়দার,৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি সবুজ মিয়া,ও তাহিরপুর উপজেলার আওয়ামীলীগের অনেক নেতৃবৃন্দ।