ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৫:৫২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন -ট্রাম্পকে সমর্থন দিয়ে সরে গেলেন ডিস্যান্টিস

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, January 22, 2024 - 6:08 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 83 বার
মো. নাসির, নিউ জার্সি প্রতিনিধিঃমার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়ন দৌড় থেকে সরে দাঁড়নোর ঘোষণা দিয়েছেন ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস। সরে যাওয়ার ঘোষণার সময় তিনি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দিয়েছেন।
২০২৪ সালের নভেম্বরে অনুষ্ঠিতব্য এই প্রেসিডেন্ট নির্বাচনে তার অংশ নেয়ার কথা ছিল। রিপাবলিকান প্রার্থী হওয়ার জন্য তাকেই সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করা হয়। এ লক্ষ্যে প্রচার-প্রচারণা শুরু করলেও নিউ হ্যাম্পশায়ারে রিপাবলিকান প্রাইমারি নির্বাচনের আগে রোববার (২১ জানুয়ারি) হঠাৎ করেই সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি। রোববার বিকেলে এক্সে (আগে যার নাম ছিল টুইটার) প্রায় পাঁচ মিনিটের দীর্ঘ একটি ভিডিওতে ডিসান্টিস বলেছিলেন, যে তার প্রচারাভিযান ‘মাঠে সমস্ত কিছু ছেড়ে দিয়েছে। যদি একটি অনুকূল ফলাফল তৈরি করার জন্য আমি কিছু করতে পারি- আরও প্রচারণা বন্ধ, আরও সাক্ষাৎকার- আমি তা করব।’

ফ্লোরিডার এই গভর্নর বলেন, তিনি ট্রাম্পকে সমর্থন করছেন, যিনি আইওয়াতে প্রথম প্রতিদ্বন্দ্বিতায় ৫১ শতাংশ ভোট পেয়ে জয়ী হওয়ার পরে স্পষ্টভাবে এগিয়ে আছেন।প্রতিবেদনে বলা হয়েছে, নিউ হ্যাম্পশায়ারে রিপাবলিকান প্রাইমারি নির্বাচনের আগে রোববার (২১ জানুয়ারি) বিকেলে হঠাৎ করেই মনোনয়ন দৌড় থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন রন ডিস্যান্টিস। তিনি বলেন, বিজয়ের জন্য তার পথ পরিষ্কার নয়।

ফ্লোরিডার এই গভর্নর নিজের সাত মাসব্যাপী ক্যাম্পেইনের ইতি টেনে সামাজিক যোগাযোগম্যাধ্যম এক্স হ্যান্ডেলে এক ভিডিও বার্তায় বলেছেন, তিনি ট্রাম্পকে সমর্থন করছেন, যিনি আইওয়াতে প্রথম প্রতিদ্বন্দ্বিতায় ৫১ শতাংশ ভোট পেয়ে জয়ী হওয়ার পরে স্পষ্টভাবে এগিয়ে আছেন।

এসময় তিনি আরও বলেন, এটি স্পষ্ট হয়ে গেছে যে বেশিরভাগ রিপাবলিকান ভোটার ‘ডোনাল্ড ট্রাম্পকে আরেকটি সুযোগ দিতে চান’।

এসময় তিনি আরও বলেন, ‘আমার কাছে পরিষ্কার যে রিপাবলিকান প্রাইমারির বেশির ভাগ ভোটারাই ডোনাল্ড ট্রাম্পকে আরেকটি সুযোগ দিতে চায়।’

সাত মাস প্রচারণার পর ডিস্যান্টিস সরে দাঁড়ানোয় রিপাবলিকান শিবির থেকে ট্রাম্পের এখন একমাত্র প্রতিদ্বন্দ্বী নিকি হ্যালি। মঙ্গলবার নিউ হ্যাম্পশায়ারে প্রাইমারি নির্বাচনে ট্রাম্পের মুখোমুখি হবেন হ্যালি।