বীর মুক্তিযোদ্ধা মকছেদ আলী’র মৃত্যু,রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ীতে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মকছেদ আলী শাহ বার্ধক্য জনিত কারনে মৃত্যু বরণ করেছেন। তার মরদেহ
রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ৮টায় পৌর শহরের সুজাপুর গ্রামে তার নিজ বাড়ীতে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্যক গুনাগ্রাহী রেখে গেছেন।
বাদ আছর রাষ্ট্রীয় মর্যাদা ও জানাযা নামাজ শেষে সুজাপুর গ্রামে তাদের পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন সম্পন্ন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো.আল কামাহ তমাল এর নেতৃত্বে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান সহ একদল
পুলিশ গার্ড অব অনার প্রদান করেন।
মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মকছেদ আলী শাহর মৃত্যুতে লাকাবাসীসহ তার রনাঙ্গনের সাথী বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মকছেদ আলী শাহর মৃত্যুতে পৃথক পৃথক ভাবে শোক প্রকাশ করেছেন দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আলহাজ্ব মনসুর আলী সরকার, উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, পৌর মেয়র মাহমুদ আলম লিটন, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ খুরশিদ আলম মতি, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, সাবেক কমান্ডার আয়ুব আলীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
বীর মুক্তিযোদ্ধা মকছেদ আলী শাহ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচিত কমান্ডার ছিলেন, এছাড়া তিনি ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও ১৯৬৮-৬৯ সালে ফুলবাড়ী সরকারী কলেজের ছাত্র সংসদের জিএস ছিলেন। তিনি ছাত্র অবস্থায় মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেন। এরপর তিনি দির্ঘদিন থেকে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেছিলেন।