ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ২:২২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

পররাষ্ট্রমন্ত্রীর শীতবস্ত্র পাচ্ছেন শীতার্তরা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, January 24, 2024 - 4:49 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 46 বার

রাঙ্গুনিয়া প্রতিনিধিঃঠাণ্ডা বাতাসের দাপট আর মাঝে মাঝে অসময়ের বৃষ্টি মিলে শীত জেঁকে ধরেছে চট্টগ্রামে। হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্ম আয়ের মানুষকে।

শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে পাশে দাঁড়ালের আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদ্য পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে রাঙ্গুনিয়ার প্রতিটি ইউনিয়নে ধারাবাহিকভাবে বিতরণ করছেন শীতবস্ত্র। এর সুবাধে বুধবার (২৪ জানুয়ারি) সকালে উপজেলার লালানগর ইউনিয়নে প্রথম ধাপে চার শতাধিক দরিদ্রের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালানগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর মোহাম্মদ হানিফ। প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার। পরিষদের সচিব তাজ উদ্দিন সুমন’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকৌশলী মো. দিদারুল আলম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম তালুকদার, ইউপি সদস্য মো. এমজাদ প্রমুখ।