ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ১০:৩১ অপরাহ্ন

ফুলবাড়ীতে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উদ্বোধন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, January 24, 2024 - 4:51 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 50 বার

মেহেদী হাসান,ফুুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি এই প্রতিপাদ্য কে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উদ্বোধন করা হয়েছে।

বুধবার দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হল রুমে এ মেলা উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আতিকুর রহমান এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারি কমিশনার মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুরায় চৌধুরী,পৌর প্যানেল মেয়র মামুনুর রশিদ চৌধুরী, ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম,ইউপি চেয়ারম্যান মানিক রতন,ইউপি চেয়ারম্যান ছামেদুল ইসলাম,জনস্বাস্থ্য প্রকৌশলী শাহানুর রহমান সোহান,যুব উন্নয়ন কর্মকর্তা এসএম মনিরুজ্জামান প্রমুখ।
শেষে অনুষ্ঠানের অতিথিদ্বয় মেলা পরিদর্শন করেন।
মেলায় ১৪টি স্টলে শিক্ষার্থীদের তৈরী সরঞ্জাম প্রদর্শন করা হয়।