ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ২:০৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

বেলকুচিতে নিজস্ব উদ্যাগে কম্বল বিতর (কম্বল) বিতরণ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, January 27, 2024 - 11:37 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 50 বার
আবির হোসাইন শাহিন নিজস্ব  প্রতিবেদক:
সারাদেশে চলছে শৈতপ্রবাহ ও কনকনে শীত। সিরাজগঞ্জে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা নেই।
মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারেনা।এই প্রাতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জ বেলকুচিতে ১০০ হতদরিদ্র শীতার্তদের মধ্যে কম্বল বিতরন করেছেন বিশিষ্ট সমাজসেবক ও চাকুরীজিবী  মঞ্জুর মোরশেদ।
বেলকুচি পৌরসভার  ৮ নং ওয়ার্ডে নিজস্ব বাসভবনে নিজস্ব উদ্যাগে কম্বল বিতরন করেন।
হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। এরসঙ্গে যুক্ত হয়েছে ঠাণ্ডা বাতাস। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্ন আয়ের, বিশেষ করে নিম্নবিত্তদের। বাড়ি বাড়ি   গিয়ে তিনি   কম্বল বিতরন করেন।
কম্বল বিতরণ বিষয় জানতে চাইলে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মঞ্জুর মোরশেদ বলেন সারাদেশে এখন শীতের ব্যাপক প্রকপ হতদরিদ্র মানুষের পাশে থাকতে পেরে নিজেকে অনেক সৌভাগ্যবান  মনে হচ্ছে।
 তিনি আরও   বলেন, শীতের তীব্রতা বাড়ার কারণে অসহায়, হতদরিদ্র, ছিন্নমূল ও বেদে পল্লীর মানুষগুলো খুব কষ্টে মানবেতর জীবন-যাপন করছে। বিত্তবান ও প্রভাবশালীদের  অসহায় মানুষের পাশে দাড়ানোর আহবান জানান তিনি।