ফুলবাড়ীতে ব্রাহ্মন সংসদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা ব্রাহ্মন সংসদের উদ্যোগে সংগঠনের অর্ধ শত বয়স্ক নারী পুরুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে ।
শুক্রবার দুপুর ১টায় পৌর শহরের রামকৃষ্ণ সেবাশ্রমে বাংলাদেশ ব্রাহ্মন সংসদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সত্য নারায়ণ পুঁজা ও আলোচনা সভা শেষে এসব কম্বল বিতরণ করা হয়।
উপজেলা ব্রাহ্মন সংসদের সভাপতি শিবায়ন চক্রবর্তীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আনন্দ কুমার গুপ্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী শ্রী কেন্দ্রিয় শ্যামাকালী মন্দিরের পুরোহিত সুধামা উপাধ্যায়, উপজেলা ব্রাহ্মন সংসদের সাংগাঠনিক সম্পাদক প্রভাত চক্রবর্তী কুশ।
প্রধান অতিথি আনন্দ কুমার গুপ্ত বলেন, বাংলাদেশ ব্রাহ্মন সংসদের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফুলবাড়ী উপজেলা শাখা মহৎ উদ্যোগ গ্রহণ করেছেন। সমাজের বিত্তবানদেরও এমন সেবা মুলক কাজে এগিয়ে আসা দরকার।