তাহিরপুরে তেলিগাঁও নরসিংহ জিউর আখড়া নতুন কমিটি গঠন
মুরাদ মিয়া,সুনামগঞ্জ:তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের তেলিগাঁও নরসিংহ জিউর আখড়ার নতুন কমিটি গঠন করা হয়েছে।শনিবার ৩ জানুয়ারি মন্দির প্রাঙ্গনে তেলিগাঁও নরসিহং জিউর আখড়া পরিচালনা কমিটির পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সবার সম্মতিক্রমে আগামী তিন বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়। তেলিগাঁও নরসিংহ জিউর আখড়ার নতুন কমিটির সভাপতি’ হয়েছেন জগদিস চন্দ্র দাস,সিনিয়র সভাপতি অরুণ দাস,সাধারণ সম্পাদক হয়েছেন,সজল তালুকদার,সহ- সভাপতি প্রদিপ ব্রক্ষ,সহ-সভাপতি উৎপল পাল,সহ-সভাপতি নুকুল পাল,সহ-সভাপতি নৃপিন্ড পাল,সহ-সভাপতি দুলাল পাল,সহ-সভাপতি ভানু পাল,সহ-সভাপতি সুধাংশু দাস।
সহ-সাধারণ সম্পাদক,অনীল পাল,সহ-সাধারণ সম্পাদক,অতুল বর্মন,সহ-সাধারণ সম্পাদক,গবিন্দ দাস,সহ-সাধারণ সম্পাদক,নিরবদন বর্মন,সহ- সাধারণ জয়ন্ত পাল,অর্থ সম্পাদক,রানা পাল,সহ-অর্থ সম্পাদক রাজন দে,ও সাংগঠনিক সম্পাদক,দুলাল পাল,সহ-সাংগঠনিক সম্পাদক,রঞ্জিত পাল,সহ সাংগঠনিক সম্পাদক,হেমেন্দ্র পাল।
প্রচার সম্পাদক,রনজিৎ পাল,সহ-প্রচার সম্পাদক রিপন পাল(পূর্ব পাড়া)।
সদস্য আবু শীল,সদস্য সবুল পাল,সদস্য মনিন্দ্র পাল,সদস্য অন্বল পাল,সদস্য জোতিষ পাল,সদস্য রতি দাস,সদস্য সত্য রঞ্জন দাস,সদস্য আবু দামা,সদস্য বিপুল পাল,সদস্য শুভ পাল,সদস্য সত্যদাস,সদস্য নির্মুল দাস,সদস্য নিবারন,সদস্য রবিন্দ্র দাস,সদস্য পরিমল পাল,সদস্য পাকু পাল,সদস্য অতিল পাল,সদস্য শীতেষ পাল ও ভুমিদাতা সদস্য রনধীর পাল(বেনু।উপদেষ্টা মন্ডলীর সভাপতি’মতিষ পাল,(বেনু পাল)বেনু পাল,(পশ্চিম পাড়া)জোতিশ দাস,কানু পাল(নয়াবন্দ)বিরু পাল,উৎপল পাল,প্রমুখ।