ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ৮:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাঙ্গুনিয়ায় এডুকেশন সোসাইটি সৃজনশীল এক্সপার্ট মেধা যাচাই পরীক্ষার পুরষ্কার বিতরণ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, March 9, 2024 - 4:19 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 25 বার

রাঙ্গুনিয়া প্রতিনিধি:রাঙ্গুনিয়া উপজেলায় এডুকেশন সোসাইটি সৃজনশীল এক্সপার্ট মেধা যাচাই পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের পুরষ্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান শনিবার (৯ মার্চ) সকালে দক্ষিণ রাজানগর সাফা মারওয়া পাবলিক মডেল একাডেমি মাঠে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া এডুকেশন সোসাইটির সভাপতি জসিম উদ্দিন তালুকদার। প্রধান অতিথি ছিলেন দক্ষিণ রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমদ সৈয়দ তালুকদার। উদ্বোধক ছিলেন ব্যাংকার এস এম ইদ্রিস। প্রধান বক্তা ছিলেন ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ধামাইরহাট আউটলেট শাখার পরিচালক এম. এন. এ আনোয়ার।

শিক্ষক মো. আলী আকবর’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান, ইঞ্জিনিয়ার মো. শাহ আলম, ইউনুচ মিয়া লেদ, ব্যবসায়ী মো. মুছা, প্রধান শিক্ষক মো. আমির হামজা, মো. ইদ্রিচ, মো. নাজিম উদ্দীন, মো. একরাম হোসেন প্রমুখ।

শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরষ্কার তুলে দেওয়া হয়। উল্লেখ্য ২০১৬ সাল থেকে এই বৃত্তি কার্যক্রম চালু রয়েছে।