ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ৬:৪৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার’র স্মরণসভা ও দোয়া মাহফিল

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, March 9, 2024 - 4:21 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 21 বার

রাঙ্গুনিয়া প্রতিনিধি:রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও লালানগর ইউনিয়ন পরিষদের প্রয়াত চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার’র স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ মার্চ) বিকেলে লালানগর ইউনিয়ন আওয়ামী লীগ ও ইউনিয়ন পরিষদের উদ্যোগে উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ের হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন লালানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম তালুকদার। প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার। সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা বাবুল’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা কৃষক লীগের সভাপতি ও

রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, দক্ষিণ রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমদ সৈয়দ তালুকদার, লালানগর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর মোহাম্মদ হানিফ সওদাগর, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন চৌধুরী মিল্টন, ধর্ম বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার, সদস্য মীর তৌহিদুল ইসলাম কাঞ্চন, আলমগীর হোসেন বাবু, উপজেলা কৃষক লীগের সভাপতি আবদুল মন্নান তালুকদার প্রমুখ।

শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আলমশাহপাড়া কামিল বিশ্ববিদ্যালয় মাদ্রাসার অধ্যক্ষ মীর মোহাম্মদ জাহাঙ্গীর।