ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ১০:৩১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ভূরুঙ্গামারীতে চাইল্ড নট ব্রাইড (সিএনবি) প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, March 11, 2024 - 9:35 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 20 বার

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চাইল্ড নট ব্রাইড (সিএনবি) প্রকল্পের আওতায় স্থানীয় সরকার পর্যায়ে বাজেট পরিকল্পনা প্রণয়ন সম্পর্কে যুবদেরকে অবগতকরণ ও আন্তর্জাতিক নারী দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।

১১ মার্চ (সোমবার) ভূরুঙ্গামারী উপজেলা কৃষি অফিস হলরুমে সকালে উপজেলা ইয়ুথ প্ল্যাটফর্ম ভূরুঙ্গামারী নির্বাহী কমিটির সভাপতি আরিফুল ইসলাম নাগেশ্বরী ও ফুলবাড়ী সভাপতি ও সাধারণ সম্পাদক দের ফুল দিয়ে বরণ করে নেন। বিভিন্ন উপজেলা থেকে এতে ৩১ টি যুব সংগঠন অংশ নেন।

 

প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের আর্থিক ও কারিগরি সহযোগিতায় মহিদেব যুবসমাজ কল্যাণ সমিতি (এমজেএসকেএস) এর আয়োজনে উক্ত আলোচনা সভায় স্থানীয় সরকার পর্যায়ে বাজেট পরিকল্পনা প্রণয়ন সম্পর্কে যুবদেরকে অবগতকরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভা শেষে “নারীর সমঅধিকার সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ” এই প্রতিপাদ্যকেকে সামনে রেখে বিকালে উপজেলায় যুব প্লাটফর্মের অংশগ্রহণে আন্তর্জাতিক নারী দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় মহিদেবের ইয়ুথলীড সিএনবি প্রকল্পের টেকনিক্যাল অফিসার ইলিয়াস আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন কুড়িগ্রাম যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আলী আর রেজা, বিশেষ অতিথি হিসেবে ভূরুঙ্গামারী উপজেলা যুব উন্নয়ন অফিসার ময়দান আলী, বিভিন্ন উপজেলা থেকে আগত যুব সংগঠনের নেতৃবৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।