ইতালিতে বাংলাদেশী মালিকানাধীন সেলুনের উদ্ভোধন
জাকির হোসেন সুমন , ব্যাুরো প্রধান ইউরোপ :ইতালিতে পাল্লাদিয়ে বাড়ছে বাংলাদেশী মালিকানাধীন ব্যাবসা প্রতিষ্ঠান । পরিশ্রম , সততা ও ভালো ব্যাবহারের জন্য ইতালিতে বাংলাদেশীদের সুনাম রয়েছে। স্বল্প পুজি নিয়ে ব্যাবসা শুরু করে কয়েকটি প্রতিষ্ঠানের মালিক হয়েছেন অনেক বাংলাদেশী। এই অনেকের মধ্যে একজন ইতালির ভেনিসে বসবাসরত কিশোরগঞ্জ জেলার মশিউর রহমান ।
কঠোর পরিশ্রম ও সততা দিয়ে গরে তুলেছেন ভেনিসের মেস্রে বার , প্রবাসীদের আইনি সহায়তা দিতে গড়ে তুলেছেন কাফ পাদ্রোনাতো অফিস। গত রবিবার তার মালিকানায় নতুন করে যাত্রা শুরু করলো জেক্স সেলুন। মেস্রের পিয়াচ্ছা লুইজি কানদিয়ানী ২৯ নাম্বারে নতুন এই প্রতিষ্ঠানটির উদ্ভোধন করা হলো।
মশিউর রহমান জানান, কাজের জন্য তার এই প্রতিষ্ঠানে বাংলাদেশীদের অগ্রাধিকার দেয়া হবে। পাশাপাশি বাংলাদেশীদের জন্য রাখা হবে বিশেষ ছাড় । নতুন ব্যাবসা প্রতিষ্ঠানের উদ্ভোধন উপলক্ষে দোয়া ও ইফতারির আয়োজন করা হয়। উদ্ভোধন অনুষ্ঠানে বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ ছাড়াও ভেনিস প্রবাসী বাংলাদেশী সহ ইতালিয়ান ও চাইনিজ রা উপস্থিত ছিলেন ।