ফুলবাড়ীতে ভোক্তা অধিকারের অভিযান, ৪৫হাজার টাকা জরিমানা,একটি ল্যাব বন্ধ
মেহেদী হাসান, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে দুটি ডায়াগনস্টিক সেন্টারকে ৪০হাজার টাকা জরিমানাসহ ল্যাব সিলগালা করে বন্ধ করে দেয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টায় ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন নর্থ পয়েন্ট ডায়াগনস্টিক সেন্টারকে ৩০হাজার টাকা জরিমানাসহ তাদের লাইসেন্স নবায়ন করতে বলা হয়েছে এবং
ফুলবাড়ী হেলথ এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানাসহ তাদের পরীক্ষা ল্যাব বন্ধ করে দেয়া হয়েছে।
এছাড়াও বেশি দামে ও কেজি দরে তরমুজ বিক্রি করায় দুটি তরমুজের দোকানে ৫হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মশিউর রহমান, ফুলবাড়ী থানা ক্যাব সভাপতি মাসউদ রানা, সেনেটারী ইন্সপেক্টর জগদীশ চন্দ্র মহন্তসহ পুলিশ সদস্যরা।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম জানান, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়েছে। এতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৪ধারায় মিথ্যা বিজ্ঞাপণ দিয়ে জনসাধারণকে প্রতারণা করায় ফুলবাড়ী হেলথ এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ১০হাজার টাকা জরিমানাসহ তাদের ল্যাব সিলগালা করে বন্ধ করে দেয়া হয়েছে। নর্থ পয়েন্ট ডায়াগনস্টিক সেন্টারকে ৩০হাজার টাকা জরিমানা করে তাদের লাইসেন্স নবায়ন করতে বলা হয়েছে। এছাড়াও বেশি দামে ও কেজি দরে তরমুজ বিক্রি করায় দুটি তরমুজের দোকানে ৫হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান চলমান থাকবে।