ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ৭:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

সরফভাটায় এসএস-২০০০ ফ্রেন্ডস গ্রুপের ত্রাণ সামগ্রী পেল দুই শতাধিক মানুষ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, April 6, 2024 - 12:15 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 21 বার

রাঙ্গুনিয়া প্রতিনিধি:রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০০ ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে সংগঠন এসএস-২০০০ ফ্রেন্ডস গ্রুপের উদ্যোগে দুই শতাধিক দরিদ্র জনসাধারণের মাঝে ইফতার ও সেহেরি সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (৫ এপ্রিল) বিকালে ইউনিয়নের একটি কমিউনিটি সেন্টারে আনুষ্ঠানিক এসব বিতরণ করা হয়। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কামরুল হাসান। প্রধান অতিথি ছিলেন সরফভাটা ইউপি চেয়ারম্যান

শেখ ফরিদ উদ্দিন চৌধুরী। সংগঠনটির সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন ও উপহার সামগ্রী বিতরণ উপকমিটির প্রধান মোহাম্মদ লোকমানের যৌথ সঞ্চালনায় বক্তব্য দেন সহ সভাপতি প্রফেসর মো. হাসান, সহ সাধারণ সম্পাদক মোরশেদ কামাল তালুকদার, কোষাধ্যক্ষ মো. শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাসেদ চৌধুরী, মোহাম্মদ আলম, মোহাম্মদ হাসান, মো. আলী মামুন, মো. মিনার

মো. মঞ্জু, শিমুল শীল, দোলন দাশ, মোহাম্মদ শফিউল আলম প্রমুখ। উপহার সামগ্রী বিতরণ উপকমিটির প্রধান সমন্বয়ক জোবায়দুল্লাহ, প্রবাসী মোহাম্মদ আলী, সাইফুদ্দিন, জানে আলম, মো. মাহবুব, মো. দেলোয়ারসহ প্রবাসে ও দেশে অবস্থানরত গ্রুপের সকল সদস্যদের সার্বিক ও আর্থিক সহায়তায় এই কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে বলে জানান আয়োজকরা। সংগঠনটির নিয়মিত এই মানবিক কার্যক্রম ভবিষ্যতে আরও ব্যাপক আকারে করা হবে বলে জানান সংশ্লিষ্টরা। একইদিন সন্ধ্যায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।