কেরানীগঞ্জে সন্ত্রাস উগ্রবাদ নিরসনে সচেতনতা তৈরি আলোচনা সভা
কেরানীগঞ্জ প্রতিনিধি: কেরানীগঞ্জে সন্ত্রাস ও উগ্রবাদ নিরসনে প্রচেতনতা তৈরি শীর্ষক আলোচনা সভা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন কেরানীগঞ্জ শাখার উদ্যোগে আজ সকালে মডেল রিসোর্স সেন্টারে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার ভূমি মোঃ সালাউদ্দিন আইয়ুবীর
সভাপতিত্বে এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন ঢাকার পরিচালক মোঃ মহিউদ্দিন মজুমদার। এখানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সবুজ হাওলাদার, উপজেলা না পরিসংখ্যান কর্মকর্তা নাজমুল হক প্রমূখ। এই আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও মসজিদের ইমামগণ।