ঢাকা | জানুয়ারী ৪, ২০২৫ - ৮:০৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ফুলবাড়ীতে কাভার্ট ভ্যান চাপায় এক জেলে নিহত,আহত তিন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, May 9, 2024 - 3:56 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 34 বার

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ীতে কাভার্ট ভ্যানের (ছোট ট্রাক) সাথে রিক্সা-ভ্যানের মুখোমুখি সংর্ঘর্ষে ছামছুল আলম (৬৫) নামে এক জেলে নিহত হয়েছে। এঘটনায় ভ্যান চালকসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। তাদের সকলের আবস্থা আশঙ্কাজনক ।

বৃহস্পতিবার সকাল ৮টায় দিনাজপুর-গবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ফুলবাড়ী পৌর এলাকার বারোকোনা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ছামছুল আলম পার্বতিপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নের বারঘরিয়া গ্রামের মৃত মজিতুল্লাহ্ এর ছেলে। তিনি পেশায় একজন জেলে। আহতরা হলেন,পার্বতিপুর উপজেলার উত্তরা আনন্দবাজার গ্রামের রফিকুল ইসলাম (৬০),মাবুদ (৪২),শফিকুর রহমান (৪০)।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৮টায় ফুলবাড়ী ঢাকা মোড় এলাকা থেকে ভ্যান যোগে জাল নিয়ে মাছ ধরতে যাওয়ার সময় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ফুলবাড়ী পৌর এলাকার বারোকোনা নামক স্থানে বিরামপুর থেকে ছেড়ে আসা একটি কাভার্ট ভ্যান (ঢাকা-মেট্রো-ন-২০২৪০১) ফুলবাড়ী অভিমুখে আসার পথে নিয়ন্ত্রন হারিয়ে রিক্সা-ভ্যানটির সাথে মুখোমুখি সংর্ঘর্ষ হয়। এসময় রিক্সা-ভ্যানটি দুমড়ে মুচড়ে যায় এবং কাভার্ট ভ্যানটি ছিটকে রাস্তার পাশে খাদে পড়ে যায়।

এতে ভ্যানে থাকা ছামছুল আলম ঘটনা স্থলেই নিহত হন। এঘটনায় ভ্যান চালকসহ তিন জন গুরুতর আহত হন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ারসার্ভিস কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের আশংঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তাফিজার রহমান জানান,খবর পেয়ে আহতদের উদ্ধার করাসহ মরদেহ ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হচ্ছে। কাভার্ট ভ্যান থানায় নিয়ে আসা হয়েছে,চালক পলিয়েছে। সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়েরের পক্রিয়া চলছে।