ইতালির মনফালকনে মসজিদ বন্ধ সহ নানা বিষয়ে উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত
জাকির হোসেন সুমন, ব্যাুরো প্রধান ইউরোপ: ইনক্লোসিউনে ডায়ালগ শিরোনামে ১০ ই মে সন্ধ্যায় ইতালির মনফালকনে শহরে চেন্ত্র কুলতোরালে ইসলামিকো দারুস সালাম প্রাঙ্গণে নাগরিকদের জন্য উন্মুক্ত আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় সংলাপে অংশ নেন এজেন্সি দুয়েমিলা উনোর সেরজ্জিও সেরা, পারোক্কিয়া ডন ফ্লাভিও, কনসিলিয়েরে রিজিওনালে এনরিকো বুল্লিয়ান ও ড. বুক নাথ। আলোচনার প্রারম্ভে ড. বুক নাথ অতিথিদের স্বাগত জানান এবং এই শহরে সাম্প্রতিক ঘটে যাওয়া মসজিদ বন্ধ সহ অপ্রত্যাশিত কিছু বিষয় তুলে ধরেন। তিনি আরো বলেন ইমিগ্রাতিদের প্রতিবন্ধকতা মনে না করে তাদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে রাষ্ট্রের উন্নতি সাধন সম্ভব।
সেরজ্জিও সেরা বলেন, রাষ্ট্রের প্রতিষ্ঠান গুলোর দায়িত্ব হচ্ছে যারা এখানে আসে অন্য দেশ হতে তাদের গ্রহণ করা। তিনি কিছু চমকপ্রদ তথ্য প্রদান করেন। ফ্রিওলিয়া ভেনেসসিয়া জুলিয়া হচ্ছে বিশ্বের প্রথম সারির প্রবীন মানুষের শহর। তিনি বলেন ২০২২-২৩ সালে ফ্রিওলিয়া ভেনেসসিয়া জুলিয়া তে ০৭ হাজার শিশু জন্ম গ্রহণ করেন। পক্ষান্তরে ১৪ হাজার মানুষ মৃত্যু বরণ করেন। সুতরাং ভবিষ্যতে জনসংখ্যার জন্য আমাদের এখনই ভাবতে হবে। নতুন আসা তরুণদের আমাদের সাদরে গ্রহণ করতে হবে।
এনরিকো বুলিয়ান রিজিওনালের বিভিন্ন প্রজেক্ট এর বরাদ্দের খাতিয়ান তুলে ধরে বিভিন্ন এসোসিয়েশনের এগুলো তে অংশ গ্রহণের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। মনফালকনে বসবাসরত বাংলাদেশী কমিউনিটি নেতা নুরুল আমিন খন্দকার মনে করেন এই ধরণের অনুষ্ঠান সহাবস্থানের বাস্তব উদাহরণ।