ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ৭:০৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ফুলবাড়ী‌তে মা দিবস উপল‌ক্ষে আ‌লোচনা সভা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, May 12, 2024 - 4:14 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 31 বার

ফুলবাড়ী (‌দিনাজপুর) প্র‌তি‌নি‌ধি:দিনাজপু‌রের ফুলবাড়ী‌তে মা দিবস উপল‌ক্ষে আ‌লোচনা সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। র‌োববার সকাল ১০টায় উপ‌জেলা পরি‌ষদ সভা ক‌ক্ষে এ আ‌লোচনা সভা অনু‌ষ্ঠিত হয়।

উপ‌জেলা প্রশাসন ও ম‌হিলা বিষয়ক দপ্ত‌রের আ‌য়োজ‌নে আ‌য়ো‌জিত সভায় সভাপ‌তিত্ব ক‌রেন উপ‌জেলা ম‌হিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডল।
এ‌ সময় উপ‌স্থিত ছি‌লেন উপজেলা কৃ‌ষি কর্মকর্তা কৃ‌ষি‌বিদ রুম্মান আক্তার, উপ‌জেলা আনসার ভি‌ডি‌পি কর্মকর্তা রিতা রায়, উপ‌জেলা যুব উন্নয়ন কর্মকর্তা ম‌নিরুজ্জামান, উপ‌জেলা সমবায় কর্মকর্তা মাজহারুল ইসলাম প্রমুখ।

আ‌লোচনা সভায় বক্তারা মা‌য়ের প্র‌তি সন্তান‌দের করণীয়, পা‌রিবা‌রিক শৃঙ্খলা, ধর্মীয় অনুশাসন, সামা‌জিক বন্ধন রক্ষাসহ বি‌ভিন্ন বিষয়ে আ‌লোচনা ক‌রেন।