ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ৭:০২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ফুলবাড়ীতে চুরি,ডাকাতি,মাদক ও চোরাচালান প্রতিরোধে সচেতনামুলক সভা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, May 12, 2024 - 4:34 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 54 বার

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ীতে চুরি ,ডাকাতি, মাদকসহ অন্যান্য চোরাচালান প্রতিরোধে সচেতনামুলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১মে) সন্ধায় ফুলবাড়ী থানা পুলিশের আয়োজনে উপজেলার খয়েরবাড়ী বাজারে স্থানীয়দের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদ চেযারম্যান এনামুল হক।

এতে বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তাফিজার রহমানসহ অন্যন্য অফিসারগণ,জনপ্রতিনিধি ও স্থানীয় সুধিজন।
এর আগে একই দিন বিকেলে উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের জলপাইতলি বাজারের পানিকাটা দাখিল মাদরাসা চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, চুরি,ডাকাতি, মাদকসহ অন্যান্য চোরাচালান প্রতিরোধ কল্পে এ সভা করা হচ্ছে এবং এসব প্রতিরোধে সমাজের গ্রহণযোগ্য ব্যাক্তিদের নিয়ে কমিটি করার নির্দেশনা দেয়া হচ্ছে। এ সকল বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়ন এবং পৌর এলাকায় জনপ্রতিধিদের নিয়ে এই সভা করা হবে।