ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ১:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করায় বিএনপি নেতা বহিষ্কার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, May 15, 2024 - 11:03 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 35 বার

মোঃ রাহিমুল ইসলাম কুড়িগ্রাম ভূরুঙ্গামারী প্রতিনিধি :আসন্ন ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করার অভিযোগে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা বিএনপি থেকে একজনকে বহিষ্কার করা হয়েছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বহিষ্কারের বিষয়টি পত্রের মাধ্যমে নিশ্চিত করেছেন।

বুধবার স্বাক্ষরিত পত্রে যুগ্ম মহাসচিব উল্লেখ করেছেন, দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণে সুনির্দিষ্ট অভিযোগ থাকায় বিএনপির গঠনতন্ত্র মোতাবেক তাকে প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিস্কৃত নেতা হলেন- ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও তিলাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ফরিদুল হক শাহিন শিকদার। এবার তিনি ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।