ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৫:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

গোসাইরহাটে অন্য কেউ ভোট চাইতে আসলে  তাদের চুবাইতে হবে, হেলিকপ্টার মার্কায় চেয়ারম্যান প্রা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, May 19, 2024 - 3:32 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 106 বার

শরীয়তপুর প্রতিনিধিঃ আমার উপর কোনো শক্তি নাই’— গ্রামে গ্রামে কমিটির করে দিয়েছি যদি হেলিকপ্টার ছাড়া অন্য কেউ এই চরাঞ্চলে ভোট চাইতে আসে তাদের ধরে খালের পানির ভিতরে চুবিয়ে চুবিয়ে মারতে হবে বলে মন্তব্য করেছেন শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোশারফ হোসেন সরদার।

উপজেলার কুচাইপট্টি ইউনিয়নে সোহেল মেম্বারে বাড়িতে সাম্প্রতিক সময় হেলিকপ্টার মার্কার উঠান বৈঠকে গোসারইহাট পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী একাধিক মামলার আসামী মোঃ মোশারফ হোসেন সরদার প্রধান অতিথি বক্তব্য এ কথা বলেন।

২৪ সেকেন্ডের বক্তব্যর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

প্রসঙ্গত, মোশাররফ হোসেন সরদার নির্বাচনী প্রতীক হেলিকপ্টার এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাসুদ আলম, ঘোড়া , এস এম জাকির হোসেন দুলাল – দোয়াত কলম এবং মোঃ মতিউর রহমান মিন্টু বেপারী আনারস প্রতীক । মোশারফ হোসেনকে ভিডিওতে বলতে শোনা যায়, হেলিকপ্টার বিরুদ্ধে যাঁরা ভোট চাইতে আসবে তাদের ধরে ধরে খালের ভিতরে নিয়ে চুবাইবেন।

এব্যাপারে ঘোড়া মার্কায় প্রার্থী মোঃ মাসুদ আলাম বলেন,কোন হুমকি- ধামকি কাজে আসবে না ‘ আপনারা আমার পক্ষে কাজ করবেন। কারন আগামী ২৯ তারিখে নির্বাচন একটি স্বচ্ছ, সুন্দর ও গঠনমূলক নির্বাচন হবে। সাধারণ মানুষ নিরাপদে শান্তিতে ভোট দেবে। আমার ঘোড়া প্রতীকে ভোট দিয়ে চেয়ারম্যান বানিয়ে সবাই ঘড়ে ফিরবে। যার কারণে প্রতিপক্ষ প্রার্থী জনশূন্য হয়ে আবোল তাবোল বলছেন।

এস এম জাকির হোসেন দুলাল বলেন,, ‘আমরা বিশ্বাস রাখি, কোন উপজেলা চেয়ারম্যান প্রার্থী তার দায়িত্বশীল থেকে এ ধরনের মন্তব্য করতে পারেনা। চর শাবক বা অঞ্চলে অঞ্চলে বংশে বংশে বিভেদ সৃষ্টি করতে পারে না । এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক কুচাইপট্টি,কোদালপুর একাধিক ভোটার বলেন, মোশাররফ হোসেন সরদার একজন ভূমিদস্যু ঢাকার একজন শীর্ষ সন্ত্রাসী মোশারফ সরদারের বিরুদ্ধে গোসাইরহাট, কোদালপুর, আলাওলপুর,কুচাই পট্টি ইউনিয়নে সাধারণ মানুষ ভয়ে কথা বলতে, তারা সাহস পায় না।

অন্য দিকে উপজেলা আওয়ামী,যুবলীগ ছাত্রলীগ ও নেতৃবৃন্দরা বলেন, ‘আমরা উপজেলায় ও পৌরসভা পর্যায়ে যারা রয়েছি, তারা সাহস রেখে বলতে চাই, আমরা কোনো ভূমিদস্যুকে, কোনো সন্ত্রাসীকে উপজেলা পরিষদের চেয়ারম্যান বানাতে পারি না। কারণ, উপজেলা পরিষদ সাধারণ জনগণ, নেতাকর্মীদের আস্থার জায়গা। আমরা একজন ভদ্র-মার্জিত লোককে চাই। এজন্য মোঃ মাসুদ আলম ঘোড়া মার্কায় তার কর্মকাণ্ডে প্রমাণ করেছেন, তিনি মানুষের সেবায় ও কল্যাণে নিয়োজিত। তার অর্থনৈতিক লোভ নাই।’

আগামী ২৯ মে নির্বাচনে মোঃ মাসুদ আলম কে ঘোড়া মার্কায় ভোট দিয়ে বিজয় করবে জনগন।

এ ব্যাপারে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মোশারফ হোসেন সরদারের মোবাইল ফোনে আজ একাধিকবার কল দিলেও রিসিভ করেননি।

চেয়ারম্যান প্রার্থীর এমন বক্তব্যের ব্যাপারে জানতে চাইলে গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার সাংবাদিকদের বলেন, ‘প্রার্থী এ ধরনের বক্তব্য ভোটারদের মাঝে আতঙ্ক তৈরি করতে পারে তাই তদন্ত পূর্বক তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’