কেরানীগঞ্জে ১০ বছরের শিশুকে ধর্ষণ :ধর্ষক গ্রেফতার
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে ১০ বছরের এক শিশু ধর্ষিত হয়েছে। এই ঘটনায় ধর্ষক অপু(৪৮) নামে একব্যক্তি কে গ্রেপ্তার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে শুভাঢ্যা ইউনিয়নের চুনকোটিয়া মধ্যপাড়া এলাকায়।
শিশুটির নানা হারুন চৌকিদার জানান, মঙ্গলবার বিকেলে শিশুটি পিঠা ক্রয় করার জন্য একটি পিঠার দোকানে যায়। দোকানটি বন্ধ থাকায় সে বাসায় ফিরছিল।
এ সময় বখাটে অপু শিশুটিকে কৌশলে তার মালিকানাধীন ফাতেমা কিন্ডারগার্টেন স্কুলের ভিতরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। শিশুটি বাসায় ফিরে ঘটনাটি তার পরিবারের সবাইকে বললে মুহূর্তেই এলাকায় জানাজানি হয়ে যায়। এতে অপুর লোকজন ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য অনেক চেষ্টা করে। রাত দশটার দিকে শিশুটির পরিবারের লোকজনের ফোনপেয়ে পুলিশ অপুকে আটক করে থানায় নিয়ে যায়। শিশুটির বাবার নাম মিলন হাওলাদার।
সে পেশায় একজন শ্রমিক। চুনকুটিয়া মধ্যপাড়া এলাকায় হানিফ মিয়ার বাড়িতে ভাড়া থাকেন। তাদের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া থানা সদর এলাকায়। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই মনোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান,ধর্ষক অপু থানায় আটক আছে। এই ধর্ষণের ঘটনায় শিশুটির মা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করছেন।