ঢাকা | জানুয়ারী ১৪, ২০২৫ - ১২:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

কাতার বিএনপির আয়োজনে জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী পালিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, June 1, 2024 - 12:44 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 47 বার

ইউসুফ পাটোয়ারী লিংকন:বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কাতার কেন্দ্রীয় কমিটির উদ্যোগে, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৩তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে।

শুক্রবার (৩১ মে) সন্ধ্যায় কাতার এর রাজধানী দোহার ওল্ড সালাতায় জাতীয়তাবাদী দল বিএনপি কাতার কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমান স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রাসেল সরকারের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাতার বিএনপি কেন্দ্রীয় কমিটির সভাপতি এম এম নূর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আব্দুল্লাহিল মোমিন চৌধুরী, ইকবাল হোসেন সুমন, হেলাল খান, আব্দুল্লাহ আল রয়েল, ওবায়েদ হামজা, ওয়াসিম ভূঁইয়া, মোঃ রাশেদ, মোহাম্মদ জহির, মোঃ রুবেল সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সভাপতি তার বক্তৃতায় বলেন, কাতার কেন্দ্রীয় বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে আদর্শিত। তারা কখনো অন্যায় অবিচার জুলুম নির্যাতন সহ্য করে না। জিয়ার সৈনিকেরা দেশের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করতে দেবে না। বর্তমান সরকারের প্রতি হুশিয়ার করে বলেন, এখনো সময় আছে জিয়াউর রহমানের আদর্শে দেশ রক্ষায় ঐক্যবদ্ধ হন।

দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনাসহ জিয়া পরিবার ও দেশবাসীর জন্য বিশেষ মোনাজাত করেন মাওলানা ইসমাইল হোসেন।
অনুষ্ঠান শেষে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও উপস্থিত অতিথিবৃন্দের মাঝে নৈশভোজের আয়োজন করা হয়।