ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ২:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

কাপ্তাইয়ে ২ দিনব্যাপী কৃষক প্রশিক্ষণের উদ্বোধন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, June 1, 2024 - 11:30 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 23 বার

অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি:-রাঙামাটি জেলা কাপ্তাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে শনিবার (১ জুন) থেকে শুরু হলো দুই দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অত্যন্ত গুরুত্বপূর্ণ “কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্প” এর আওতায় ২ দিনব্যাপী এই কৃষক প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন অত্র প্রকল্পের আঞ্চলিক সমন্বয়ক কৃষিবিদ মুহাম্মাদ সামসুল আলম চৌধুরী।

কাপ্তাই উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইমরান আহমেদের সভাপতিত্বে এ উদ্বোধনী অনুষ্ঠানে ৫টি ইউনিয়ন থেকে আগত শতাধিক কৃষকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির আলোচনা পর্বে প্রকল্পের আঞ্চলিক সমন্বয়ক কৃষিবিদ মুহাম্মাদ সামসুল আলম চৌধুরী কৃষকদের মাঝে দৈনন্দিন জীবনে খাদ্য ও তার পুষ্টিগুণ আলোচনার পাশাপাশি রোগমুক্ত স্বাস্থ্য গঠনের নানান দিক আলোচনা করেন।

এছাড়া প্রশিক্ষণের বিষয়বস্তু, সরকারের স্মার্ট বাংলাদেশ গঠনে কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা অর্জনের নানাদিকসহ বাণিজ্যিক ও রপ্তানিমুখী কৃষির বাস্তবায়নের রুপরেখা তুলে ধরে দীর্ঘ আলোচনা করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইমরান আহমেদ।

প্রশিক্ষণে এসে জীবনমুখী নানান আলোচনা ও কৃষি উন্নয়নের নতুন নতুন পরিকল্পনা ও স্বপ্নের কথা জানতে পেরে কৃষকদের মাঝে সন্তুষ্টি দেখা গেছে।