ঢাকা | জানুয়ারী ১২, ২০২৫ - ৬:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

বেনাপোলে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, June 3, 2024 - 4:09 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 27 বার
মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে বালিশের নিচে লুকিয়ে রাখা ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মেহেদী হাসান রাসেল (৪৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
 
সোমবার রাত ১২টা ৪৫ মিনিটে বেনাপোল পৌরসভার গাজিপুর ওয়ার্ডের রবিউল ইসলামের বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক মেহেদী হাসান রাসেল গাজিপুর ওয়ার্ডের রবিউল ইসলামের ছেলে। পুলিশ জানায়, মাদক ব্যবসায়ী মেহেদী হাসান রাসেল ইয়াবা নিয়ে নিজ বাসায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় তল্লাশী চালিয়ে রাসেলের শোয়ার ঘরের বালিশের নিচ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা।
 
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত বলেন, আটক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মাদক সহ আসামীকে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়। তিনি আরো বলেন, মাদকের চোরাচালান ও বিস্তার রোধে নিয়মিত অভিযান চলছে।