ঢাকা | জানুয়ারী ১৫, ২০২৫ - ৪:৩৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

কেরানীগঞ্জে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি কৃষকে অবহিত করন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, June 5, 2024 - 3:10 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 70 বার

কেরানীগঞ্জ ঢাকা প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্মেলন কক্ষে আজ সকাল ১০ টায় বহিরঙ্গন কাযক্রম এর উদ্যোগে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি কৃষক পর্যায়ের অবহিতকরণ ও প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে ।

বহিরঙ্গনকার্যক্রম এর পরিচালক শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি বক্তব্য রাখেন শেরে বাংলা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শহীদুর রশিদ ভূঁইয়া।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শেরে বাংলা কৃষিবিদ্যালয় প্রৌ ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কুমার পাল , শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কোষাধাক্ষ প্রফেসর ড. নজরুল ইসলাম ও কেরানীগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম রেজা প্রমূখ ।

অনুষ্ঠানের প্রধান অতিথি অনুষ্ঠানে উপস্থিত কৃষকদের উদ্দেশ্যে মূল্যবান ও দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন। তারা কৃষির পাশাপাশি মৎস্য চাষও করতে পারে। অল্প খরচ নিয়ে কিভাবে মৎস্য চাষ করা যায় এবং দেশকে সাবলম্বী করা যায় সে ব্যাপারেও তিনি বিস্তারিত বক্তব্য দেন ।