ঢাকা | জানুয়ারী ১৫, ২০২৫ - ১০:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ফ্রান্সে বৈশাখী মেলায় প্রবাসীদের ঢল প্যারিসের জুরিস পার্কে অনুষ্ঠিত হলো বাংলার ঐতিহ্যবাহী বৈশাখী মেলা।

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, June 5, 2024 - 4:01 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 40 বার

ফ্রান্স: রবিবার ব্যাপক নিরাপত্তার মধ্যে দিয়ে দিনব্যাপী ১৭তম বৈশাখী এ মেলার আয়োজন করে স্বরলিপি সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী । অনুষ্ঠানে প্রবাসী, নারী ও শিশুদের কোলাহল এবং আনন্দ উল্লাস আর পদচারনায় মুখরিত ছিলো মেলা প্রাঙ্গণ।

স্বরলিপি সাধারণ সম্পাদক শাকিল সরকার ও সাংস্কৃতিক সম্পাদক হেপী চৌধুরীর প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতেই প্রবাসীদের শুভেচ্ছা জানান স্বরলিপি সভাপতি নজরুল ইসলাম চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহ গ্রুপের চেয়ারম্যান সাত্তার আলী সুমন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , ফ্রান্স জাতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি প্রভু বালান, এমা ফাউন্ডেশনের চেয়ারম্যান শ্রীবাস দেবনাথ দেব,বাংলাদেশ ফার্নিচারের চেয়ারম্যান সেলিম রেজা,যুক্তরাজ্য প্রবাসী আমির সোহেল ,বাংলা অটো ইকুলের চেয়ারম্যান হোসেন সালাম রহমান,মির্জা গ্রুপের কর্ণধার মির্জা মাজহারুল ইসলাম , ব্যবসায়ী রাবিনা বেগম,ব্যবসায়ী আমীন খান হাজারী,ইমন গ্রুপের চেয়ারম্যান ইমন রিয়াদ, ব্যবসায়ী আহমদ হাবিব, ব্যবসায়ী মাহমুদুল হাসান জয়,আবিদ হোসেন, মোহাম্মদ বাসিত হোসেন ।

অনুষ্ঠানে এ সময় প্রবাসীদের কল্যাণে বিভিন্নভাবে অবদানের স্বীকৃতি হিসাবে সম্মাননা স্মারক তুলে দেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক সাত্তার আলী সুমন।

সিডনিতে প্রত্যাশা’স ওয়ার্ল্ডের তত্ত্বাবধানে রঙিলা বৈশাখ অনুষ্ঠিত
নাইম আবদুল্লাহ, সিডনি (অস্ট্রেলিয়া)
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৪, ০৮:০৫ পিএম
https://www.itvbd.com/142122
সিডনির ইঙ্গেল্বার্নে পহেলা বৈশাখের আয়োজন রঙিলা বৈশাখে অংশগ্রহণকারীদের একাংশ। ছবি: লেখক
সিডনির ইঙ্গেল্বার্নে পহেলা বৈশাখের আয়োজন রঙিলা বৈশাখে অংশগ্রহণকারীদের একাংশ। ছবি: লেখক
পহেলা বৈশাখে সিডনির ইঙ্গেল্বার্নে গত ১৪ এপ্রিল প্রত্যাশা’স ওয়ার্ল্ডের সার্বিক তত্ত্বাবধানে চতুর্থবারের মতো বাংলা বর্ষবরণের আয়োজন রঙিলা বৈশাখ অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৭ এপ্রিল বড় পরিসরে বৈশাখ উদযাপনকে সামনে রেখে ছোট্ট পরিসরের এই আয়োজন করা হয়।

ঢাকার রমনার বটমূলের আদলে বানানো মঞ্চ থেকে দুপুর ১টায় বর্ষবরণ সমবেত কণ্ঠে “এসো হে বৈশাখ এসো এসো” গান দিয়ে শুরু হয়। রাসেল ইকবাল ও প্রত্যাশা ইকবালের সার্বিক তত্ত্বাবধানে মঞ্চে মিঠু স্বপ্ন–সহ সিডনির স্বনামধন্য কণ্ঠশিল্পীরা বৈশাখ ও দেশের গান পরিবেশন করে।

গ্রাম–বাংলার ঐতিহ্য ঢেঁকি, পালকি, লুঙ্গি, গামছা, মুরগীর খোয়ার, টং দোকান, মাটির বাসন পেয়ালাসহ বৈশাখের ব্যানার ও ফেস্টুন দিয়ে সাজানো হয় মেলা প্রাঙ্গণ

অনেক বাবা–মায়েরা তাঁদের ছোট সন্তানদের গ্রাম–বাংলার ঐতিহ্যবাহী সমাহার ও খাবারের সঙ্গে পরিচয় করিয়ে দিতে দেখা যায়। পহেলা বৈশাখের এক টুকরো বাংলাদেশ নূতন প্রজন্ম প্রাণভরে উপভোগ করে।’