ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ১২:০২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

শুদ্ধাচার পুরষ্কারে ভূষিত হলেন কাপ্তাই ইউএনও মোঃ মহিউদ্দীন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, July 4, 2024 - 10:18 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 23 বার

অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি:– রাঙামাটি পার্বত্য জেলায় ২০২৩-২৪ অর্থবছরে সরকারি সেবা প্রদানে শুদ্ধাচার ও কর্ম দক্ষতার স্বীকৃতিস্বরূপ শুদ্ধাচার পুরস্কারে ভূষিত হলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মহিউদ্দীন।

বৃহস্পতিবার (৪ জুলাই) রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক ভাবে এই শুদ্ধাচার পুরষ্কার কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দীন এর হাতে তুলে দেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান। এ সময় রাঙামাটি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক সহ উর্ধতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

ইউএনও মোঃ মহিউদ্দীন রাঙামাটি পার্বত্য জেলার ১০টি উপজেলা এবং জেলার সকল সরকারি কর্মকর্তার মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করে ২০২৩-২০২৪ অর্থ বছরে শুদ্ধাচার পুরষ্কার এ মনোনীত হয়ে এ পুরষ্কার গ্রহণ করলেন।

এ শুদ্ধাচার পুরষ্কার প্রাপ্তির বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দীন এর কাছে জানতে চাইলে তিনি বলেন, কর্মজীবনের যেকোন ক্ষেত্রে কাজের স্বীকৃতিস্বরূপ এমন পুরষ্কার পেলে কাজের প্রতি আরো উৎসাহী হওয়া যায়। আজ এই পুরষ্কার অর্জনে আমি অনেক বেশি আনন্দিত। আমাকে শুদ্ধাচার পুরষ্কার প্রদানে আমি রাঙামাটি জেলা প্রশাসক স্যারের প্রতি কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি আমার এই অর্জনে কাপ্তাই উপজেলার সর্বস্তরের জনসাধারণ, সাংবাদিক, সরকারি কর্মকর্তা সহ সকলের প্রতি ধন্যবাদ জানাই। যারা আমাকে সবসময় সহযোগীতা করে আসছে।

উল্লেখ্য ইউএনও মোঃ মহিউদ্দীন গত ২০২৩ সালের ৩ আগষ্ট কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার হিসাবে যোগদান করেন এবং সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন।