রাঙ্গুনিয়ার লালানগর চেয়ারম্যান উপনির্বাচনে ৫ প্রার্থীর মনোনয়ন বৈধ
রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ আসন্ন ২৭ জুলাই রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে মনোনয়ন ফরম নেওয়া ৫ জন প্রার্থীই বৈধতা পেয়েছেন। তারা হলেন উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার, সাবেক ইউপি চেয়ারম্যান মীর তৌহিদুল ইসলাম কাঞ্চন, সাবেক ছাত্রনেতা সিরাজুল করিম বিপ্লব, সাবেক প্যানেল চেয়ারম্যান মো. শাহ আলম ও সাবেক ইউপি সদস্য মো. হাসান। শুক্রবার (৫ জুলাই) সকালে রিটার্নিং কর্মকর্তা যাচাই-বাছাই শেষে তাদের বৈধতা ঘোষণা করেছেন।
এরআগে বৃহস্পতিবার শেষ দিনে উপজেলা নির্বাচন অফিসে তারা দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে তারা এই ফরম মনোনয়ন ফরম জমা করেছিলেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, লালানগর ইউনিয়ন শূন্য পদে উপনির্বাচনের জন্য নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে। এর সুবাদে মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে। ৫জন পদপ্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এবং প্রত্যেকের মনোনয়ন বৈধ হয়েছে। আগামী ৬ থেকে ৮ জুলাই আপিল দায়ের, ৯ জুলাই আপিল নিষ্পত্তি, এবং ১০ জুলাই প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ। এছাড়াও ১১ জুলাই প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং ২৭ জুলাই সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এদিকে নির্বাচনকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। হাট-বাজার, অলি-গলি, পাড়ার প্রতিটি মোড়, চায়ের দোকানে সয়লাব উপনির্বাচন নিয়ে। নেতাকর্মী ও তাদের সমর্থকদের মাঝে চলছে পক্ষে বিপক্ষে নানা প্রচারণা। এরআগে ২০২১সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লালানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন রফিকুল ইসলাম তালুকদার। সম্প্রতি তার মৃত্যুর পর পদটি শূন্য হয়ে যায়। তবে কে হবেন আগামী লালানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সে হিসাবে মেলাতে অপেক্ষা করতে হবে ২৭ জুলাই পর্যন্ত।