ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ১:৩৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাঙ্গুনিয়ায় খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, July 13, 2024 - 3:21 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 30 বার

রাঙ্গুনিয়া প্রতিবেদকঃচট্টগ্রামের রাঙ্গুনিয়ায় খেলতে গিয়ে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে৷ তার নাম রুহি আকতার (৮)। সে উপজেলার চন্দ্রঘোনা-কদমতলি ইউনিয়নের লিচুবাগান   এলাকার মো. মঞ্জুর ছেলে। শনিবার (১৩ জুলাই) সকাল ১১ টার দিকে একই এলাকায় এই ঘটনা ঘটে।

রুহির স্বজন,ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে , খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে নামে রুহি। একপর্যায়ে তাকে দেখতে না পেয়ে পুকুরে খোঁজাখুঁজি করা হয়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা পুকুরে নেমে শিশুর নিথর দেহ উদ্ধার করে  চিকিৎসকের কাছে নিয়ে গেলে  চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশনের টিম লিডার জাহেদুর রহমান বলেন, পানিতে খোঁজাখুঁজির এক পর্যায়ে ফায়ার সার্ভিসের কর্মীরা পানির তলদেশে ওই শিশুর নিথর দেহ পান। ততক্ষণে ওই শিশুটি বেঁচে নেই। ”  চন্দ্রঘোনা-কদমতলি ইউনিয়ন পরিষদ সদস্য মো. হারুন বলেন, ”  খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে।”