খানসামায় স্বাস্থ্যমন্ত্রী আগমণ,আশ্বাস দিলেন প্রাণের দাবি পূরণের
মোঃ লায়ন ইসলাম,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি; দিনাজপুরের খানসামা উপজেলা সদরে অবস্থিত ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল। পর্যাপ্ত জনবল না থাকায় ১৫ কোটি ৬৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই হাসপাতালে সংকটে চিকিৎসা সেবা। তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সেবা নিশ্চিতে ২০২১ সালের ১৫ নভেম্বর জনবল নিয়োগ না দিয়েই তড়িঘড়ি করে উদ্বোধন করা হয় হাসপাতালটি। প্রয়োজনীয় জনবলের অভাবে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হয়ে হচ্ছেন এলাকার সাধারণ মানুষ। হাসপাতালটিতে আধুনিক অবকাঠামো, যন্ত্রপাতি থাকলেও নেই কোনো কার্যক্রম।
উপজেলা বাসীর প্রাণের দাবি এই হাসপাতাল চালু করার। সেই দাবি দাবি পূরণের মৌখিক আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ডা: সামন্ত লাল সেন।
শনিবার (১৩ জুলাই) সকাল সাড়ে ১০টায় পাকেরহাটে অবস্থিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সদরে অবস্থিত ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি ২০ শয্যা হাসপাতাল দেখছি। এই হাসপাতালটি কিভাবে চালু করা যায় দেখবো। হাসপাতালটি চালু করার ব্যবস্থা গ্রহণ করবো।
তিনি আরো বলেন, মা ও শিশু হাসপাতালের ব্যাপারও আমি দেখবো।
পরিদর্শন কালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল বাশার মো. খোরশেদ আলম, সিভিল সার্জন ডাক্তার বোরহান-উল ইসলাম সিদ্দিকী, পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ ,উপজেলা পরিষদ চেয়ারম্যান সহিদুজ্জামান শাহ্, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শামসুদ্দোহা মুকুল, থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাহারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।