ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ১১:০৬ অপরাহ্ন

ময়মনসিংহে এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, July 14, 2024 - 2:11 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 36 বার

আরিফ রববানী ময়মনসিংহ:
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআন খতম, আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের সাবেক বিরোধীদলীয় নেতার আস্থাভাজন মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুল আউয়াল সেলিম।

রবিবার (১৪ জুলাই) দুপুরে বাদ জোহর ময়মনসিংহস্থ বেগম রওশন এরশাদ এর বাসভবন সুন্দর মহলে জেলা জাতীয় পার্টির কার্যালয়ে জাতীয় পার্টি ময়মনসিংহ জেলা,মহানগর ও সদর উপজেলা জাতীয় পার্টির যৌথ উদ্যোগে এই আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি ইদ্রিস আলীর ও জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক সাব্বির হোসেন বিল্লাল এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- মহানগর জাতীয় পার্টির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম খোকন,গিয়াস উদ্দীন দুলাল, আবু বকর সিদ্দিক,সদস্য মোখলেছুর রহমান,সদর উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক আজিজুল হক, লিটন চিশতী,কাউসার আহমেদ, জাতীয় ছাত্র সমাজ সদর উপজেলার আহবায়ক তুষার আহমেদ, সদস্য জাহাঙ্গীর আলম সম্রাট প্রমুখ।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে
মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব ও জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এর বিশ্বস্ত আস্থাভাজন আব্দুল আউয়াল সেলিম তার বক্তব্যে প্রয়াত রাষ্ট্রপতি এইচ এম এরশাদের রুহের মাগফেরাত কামনায় বিভিন্ন কর্মসূচি পালন করবেন বলে জানিয়ে বলেন-প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ ছিলেন সত্যিকার অর্থে উন্নয়শীল বাংলাদেশের একজন রূপকার।

তার ৯ বছরের শাসনে বাংলাদেশের সব জায়গায় সমানভাবে উন্নয়ন হয়েছিলো। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, অবকাঠামোগত উন্নয়ন বাংলাদেশকে এগিয়ে যাওয়ার প্রেরণা যুগিয়েছিলো। তিনি গত ১৯৮২-১৯৯০ সাল পর্যন্ত ৯ বছর রাষ্ট্রক্ষমতায় থেকে দেশের অবকাঠামোগত উন্নয়ন, অর্থনৈতিক সমৃদ্ধিসহ গ্রাম-বাংলার উন্নয়নে কাজ করেছেন হুসেইন মুহম্মদ এরশাদ।

রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণা, শুক্রবার সাপ্তাহিক ছুটি, ধর্মীয় প্রতিষ্ঠানের বৈদ্যুতিক বিল মওকুফসহ উপজেলা ব্যবস্থার প্রবর্তকও ছিলেন সাবেক এই রাষ্ট্রপ্রধান। তার এই অবদান দেশের মানুষ কোনো দিন ভুলতে পারবে না।তিনি বলেন- মুক্তিযোদ্ধাদের জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে ঘোষণা দেওয়া, ওষুধ নীতি প্রণয়ন, অবকাঠামোগত উন্নয়ন, ঢাকার বেড়িবাঁধ নির্মাণ, যমুনা সেতু নির্মাণের উদ্যোগ গ্রহণসহ তার যুগোপযোগী যত উন্নয়ন হয়েছে সব তার আমলেই হয়েছে। যে কারণপ তিনি এখনো প্রশংসনীয়।

অনুষ্ঠানে জাতীয় পার্টির পার্টির (জাপা) কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান,ময়মনসিংহ জেলা জাপার যুগ্ম আহবায়ক এডভোকেট আব্দুল কাইয়ুম বলেন,এই বাংলার মাটিতে কোন অবস্থাতে যারা বাংলাদেশের গনতন্ত্র দেশের রাষ্ট্রকে কলঙ্কিত করতে চায় তাদের বিরুদ্ধে আমরা বিশ্বাস করি জাতীয় পার্টি সদাই সর্বদা সতেষ্ট এবং সতর্ক। কোন অবস্থাতেই বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করে ভিন্ন খাতে প্রবাহিত করে তৃতীয় শক্তির আবির্ভাব বাংলার মাটিতে হবে না। আগামী সকল ষড়যন্ত্র মোকাবেলা করে পল্লীবন্ধু মরহুম হুসেইন মুহম্মদ এরশাদ এর স্বপ্নের সুখী-সমৃদ্ধ সোনার বাংলা বাস্তবায়নে তার সহধর্মিণী সাবেক বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এর নেতৃত্বে জাতীয় পার্টিকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি।

অনুষ্ঠানে আলোচনা সভা শেষে হুসেইন মুহাম্মদ এরশাদের স্মরণে এবং সকলের মঙ্গল কামনা করে মোনাজাত শেষে পথচারী ও অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হয়।