তিন বস্তা মদ তৈরির কাঁচামালসহ দুই মাদক কারবারি আটক
মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে তিন বস্তা চোলাই মদ তৈরির ট্যাবলেট ও একটি সিএনজিসহ দুই মাদক কারবারীকে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ।
রোববার (১৪জুলাই) সকালে মাদক বিরোধী অভিযান চালিয়ে দিনাজপুর-গবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পৌর এলাকার বারোকোনা মোড় থেকে তাদেরকে আটক করা হয়। আটক ব্যাক্তীরা হলেন, বিরামপুর উপজেলার চকপাড়া গ্রামের অজিত পাহানের ছেলে ষষ্ঠী পাহান (৩৪), একই উপজেলার পূর্বপাড়া গ্রামের বাবু’র ছেলে শান্ত (২৮)।
বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান ।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, দুই মাদক কারবারী যোগসাজোস করে নেশাজাতীয় মাদকদ্রব্য চোলাই মদ তৈরীর কাঁচামাল ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে একটি সবুজ রংঙের সিএনজি যোগে বিরামপুর থেকে ফুলবাড়ী আসার পথে দিনাজপুর-গবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী পৌর এলাকার বারোকোনা নামক মোড় থেকে তিন বস্তা চোলাই মদ তৈরির ট্যাবলেটসহ দুই মাদক কারবারীকে আটক করে থানা পুলিশ।
উদ্ধারকৃত চোলাইমদ তৈরির ট্যাবলেটের মুল্য এক লক্ষ পনেরো হাজার টাকা। এসময় রেজিস্ট্রেশন বিহীন একটি সিএনজি উদ্ধার করা হয়। যার আনুমানিক মুল্য চার লক্ষ টাকা।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে তিন বস্তা মাদকদ্রব্য সহ ওই দুই মাদক কারবারীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদক বিরোধী চলমান এই অভিযান অব্যাহত থাকবে।